কয়েক দশকের চুক্তির অবসান ঘটিয়ে রাশিয়া ও ইউক্রেন দুটি দেশই নিশ্চিত করেছে, রুশ গ্যাস আর ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপের কোনও দেশে যাবে না। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রী বুধবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা রুশ গ্যাসের সরবরাহ বন্ধ করে দিয়েছি এবং এটি একটি ঐতিহাসিক ঘটনা। রাশিয়া তার বাজার হারাচ্ছে। এর ফলে দেশটি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।’
রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম এক বিবৃতিতে বলেছে, ‘(স্থানীয় সময়) সকাল ৮টা থেকে ইউক্রেনের মধ্য দিয়ে যাওয়া কোনও পাইপলাইনে রুশ গ্যাস সরবরাহ করা হয়নি।’
উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের অবসানের পর থেকে ইউক্রেনের মধ্যদিয়ে পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস ইউরোপে সরবরাহ করা হয়ে আসছে যা রুশ অভিযানের মধ্যেও বলবত ছিল।
সূত্র: আরটি
এসজেড