আর্সেনাল ছুটছেই। অক্টোবরের পর থেকে প্রিমিয়ার লিগে আর নভেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে কোনো ম্যাচেই হার নেই তাদের। তবু প্রিমিয়ার লিগে দুইটা ড্র মিকেল আর্তেতার শিষ্যদের খানিকটা পিছিয়েই দিয়েছে। লিভারপুল যেখানে ছুটছে দুর্দান্ত বেগে, সেখানেই ড্র করাটাই বড় অন্যায় ছিল গানারদের জন্য। লিগ জমিয়ে রাখতে টানা জয়ের বিকল্প নেই তাদের সামনে। বছরের প্রথম ম্যাচে সেটাই করল আর্সেনাল।
শুরুতে গোল হজম করেও আর্সেনাল বছরের প্রথম ম্যাচে কামব্যাক করল দারুণভাবে। প্রতিপক্ষ ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ গোলে পিছিয়ে পড়েও গানার্সরা ম্যাচ শেষ করেছে ৩-১ গোলে। ব্রায়ান এমবুয়েমোর গোলে শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা আনেন গাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনো ও গ্যাব্রিয়েল মার্টিনেলি গোল করে নিশ্চিত করেন গানার্সদের ৩ পয়েন্ট।
শুরু থেকেই বল দখল আর আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও ম্যাচে আগে গোল হজম করেছে আর্সেনালই। মিকেল ডামসগার্ডের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান ইনফর্ম স্ট্রাইকার এমবুয়েমো।
২৮ মিনিটে গোলরক্ষক ডেভিড রায়ার ভুলে আরেকটা গোলই হজম করতে বসেছিল আর্সেনাল। সেদফায় গোললাইন থেকে বল ফিরিয়ে দলকে বিপদমুক্ত করেছেন রায়া নিজেই। পরের মিনিটেই সমতায় ফেরে সফরকারীরা। বক্সের বাইরে থেকে থমাস পার্টের শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে হেড করে জাল খুঁজে নেন জেসুস।
দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের করে নেয় আর্সেনাল। ৫০তম মিনিটে কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হয় ব্রেন্টফোর্ড, জটলার ভেতর থেকে বল জালে পাঠান মেরিনো। ৫৩তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে স্কোরলাইন ৩-১ করেন মার্টেনেলি।
এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনল আর্সেনাল। ১৯ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে আর্তেতার দলের পয়েন্ট হলো ৩৯। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তিনে নেমে গিয়েছে নটিংহাম ফরেস্ট। আর চারে আছে চেলসি।
thebgbd.com/NIT