ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

ওয়াশিংটন বলেছে, তারা ইউনের বিভ্রান্তিকর সামরিক আইন জারির পর গণতন্ত্র রক্ষা করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথা বলবে।
  • অনলাইন ডেস্ক | ০৩ জানুয়ারি, ২০২৫
দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন অ্যান্থনি ব্লিঙ্কেন

মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আঞ্চলিক রাজেনৈতিক সঙ্গী দক্ষিণ কোরিয়া যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। দেশটিতে চলমান বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে তিনি এই সফরে যাচ্ছেন। 


শুক্রবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউলের সঙ্গে সোমবার বৈঠক করবেন ব্লিঙ্কেন। এএফপি এক সংবাদে জানায়, দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের অন্যতম প্রধান নিরাপত্তা মিত্র দেশটিতে ৩ ডিসেম্বর প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ব্যর্থ সামরিক আইন জারির কারণে একটি সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয়েছে। পরোয়ানা জারি সত্ত্বেও প্রতিরোধের কারণে অভিশংসিত প্রেসিডেন্টকে এখনও গেপ্তার করা সম্ভব হয়নি। এতে করে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা আরও বৃদ্ধি পেয়েছে। 


মন্ত্রণালয় বলেছে, তারা দক্ষিণ কোরিয়া-মার্কিন জোট, দক্ষিণ কোরিয়া-মার্কিন-জাপান সহযোগিতা, উত্তর কোরিয়ার সমস্যা ও আঞ্চলিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে। গত মাসে ওয়াশিংটন বলেছে, তারা ইউনের বিভ্রান্তিকর সামরিক আইন জারির পর গণতন্ত্র রক্ষা করতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথা বলবে। এই পরোয়ানার মেয়াদ ৬ জানুয়ারিতে শেষ হবে। ওই একই দিনে চো-এর সঙ্গে ব্লিঙ্কেনের দেখা করার পরিকল্পনা করেছেন। 


সূত্র: এএফপি


এসজেড