ঢাকা | বঙ্গাব্দ

সারাদেশে কমবে তাপমাত্রা, বাড়বে কুয়াশা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতে সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ জানুয়ারি, ২০২৫
সারাদেশে কমবে তাপমাত্রা, বাড়বে কুয়াশা আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৮ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান, সারা দেশে আজ থেকে কুয়াশা ও শীতের অনুভূতি বাড়বে এবং রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কিছু জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতে সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দিনটির তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি কিছুটা তীব্র হতে পারে।

আগামী ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে, তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে। কুয়াশার কারণে বিমান চলাচল, নদী পরিবহন ও সড়ক যোগাযোগে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, আর দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

১০ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে।

তবে, ঘন কুয়াশার কারণে সারা দেশে শীতের অনুভূতি বাড়তে পারে, বিশেষ করে শেষ রাত থেকে সকাল পর্যন্ত। তাই, শীতকাতুরে মানুষকে প্রস্তুতি নিতে বলা হয়েছে, যাতে তারা কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার না হন।


thebgbd.com/NIT