ঢাকা | বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্র : ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না, সিদ্ধান্ত আগামী সপ্তাহে

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জানুয়ারি, ২০২৫
জুলাই ঘোষণাপত্র : ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না, সিদ্ধান্ত আগামী সপ্তাহে সংগৃহীত ছবি।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ঘোষণাপত্রের বিষয়ে সরকারের পদক্ষেপ আগামী সপ্তাহের মধ্যে জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সরকারের পদক্ষেপ জানানো হবে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার সঙ্গে আলোচনা হবে।

মাহফুজ আলম বলেন, সরকার শুধু ঘোষণাপত্রের বিষয়টি সমন্বয় করছে। শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র দেওয়া হবে। তবে এতে কিছু সময় লাগতে পারে। এ সময় সংবিধান নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

গতকাল বুধবার ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ‘ঘোষণাপত্র’ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার কান্দিরপাড়ের টাউন হল মাঠে ঘোষণাপত্রের সমর্থনে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির বিষয়ে সরকার ও অন্য রাজনৈতিক দলগুলোর দরকার ছিল পদক্ষেপ নেওয়ার। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) ৩১ ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ঘোষণা করতে গিয়েছিলাম। কিন্তু যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির, সে জন্য আমরা সরকারের কথায় আশ্বস্ত হয়ে ৩১ ডিসেম্বর কোনো ঘোষণা দিইনি, আমরা ভরসা রেখেছি। কিন্তু ৩১ ডিসেম্বরের পর এত দিন পার হলেও আমরা সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে।’

thebgbd.com/NA