ঢাকা | বঙ্গাব্দ

ভিসা ছাড়াই যাওয়া যাবে আরেক দেশে

বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে তিমুর-লেস্তে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ জানুয়ারি, ২০২৫
ভিসা ছাড়াই যাওয়া যাবে আরেক দেশে ছবি : সংগৃহীত।

বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে তিমুর-লেস্তে। এখন থেকে কূটনৈতিক, অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্টধারীরা এই দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে এ তথ্য জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করে আসছে। 


মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানায়, এ পর্যন্ত ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এশিয়ার ২১টি, ইউরোপের চারটি, আফ্রিকার একটি এবং আমেরিকার তিনটি দেশ অন্তর্ভুক্ত। 


এই উদ্যোগ আন্তঃদেশীয় সম্পর্ককে আরও ফলপ্রসূ করবে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।


thebgbd.com/NA