যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক যাত্রায় আওয়ামী লীগের ভূমিকা নিয়ে নানা তথ্য উঠে এসেছে। নেত্র নিউজ এবং অন্যান্য সূত্রে পাওয়া তথ্য থেকে জানা যায়, টিউলিপ যুক্তরাজ্যের লেবার পার্টির প্রার্থী হলেও বিভিন্ন সময়ে তিনি আওয়ামী লীগের সক্রিয় সহযোগিতা পেয়েছেন এবং দলটির হয়ে কাজ করেছেন।
২০০৯ সালে টিউলিপ তার ওয়েবসাইটে উল্লেখ করেছিলেন, তিনি আওয়ামী লীগের যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন লবিং ইউনিট এবং ইলেকশন স্ট্র্যাটিজি টিমের হয়ে কাজ করেন। যদিও এই বক্তব্য পরে ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়, এটি আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততার ইঙ্গিত দেয়।
২০১৫ সালে এমপি নির্বাচিত হওয়ার পরপরই যুক্তরাজ্যের আওয়ামী লীগ একটি বিজয় র্যালির আয়োজন করে, যেখানে টিউলিপের খালা শেখ হাসিনাও অংশগ্রহণ করেন। সেই র্যালিতে টিউলিপ বলেন, "আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই ব্রিটিশ এমপি হিসেবে এখানে দাঁড়াতে পারতাম না।"
চ্যানেল ফোর নিউজ এবং দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, টিউলিপ আওয়ামী লীগের সদস্যদের কাছ থেকে প্রচারণার ক্ষেত্রে সক্রিয় সমর্থন পেয়েছিলেন। বিশেষ করে ২০১৯ সালের নির্বাচনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা টিউলিপের জন্য মাঠপর্যায়ে কাজ করেছেন। এমনকি নির্বাচনের আগের দিনগুলোতে তারা বৈঠক করে নির্বাচনী পরিকল্পনা ঠিক করেন।
টিউলিপের বক্তব্য এবং তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিতর্ক তখন আরও বেড়ে যায়, যখন তিনি একবার বলেন যে তার আর আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং পরিবারের সঙ্গে রাজনীতি নিয়ে কোনো আলাপ করেন না। তবে চ্যানেল ফোর নিউজ এবং নেত্র নিউজের অনুসন্ধানী প্রতিবেদনগুলো এসব দাবি প্রশ্নবিদ্ধ করে।
নেত্র নিউজের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের বিজয়ী ভাষণেও টিউলিপ বিশেষভাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে "আনোয়ার মামা" বলে ধন্যবাদ জানান। এ ঘটনায় তার রাজনৈতিক সম্পর্ক আরও বেশি আলোচিত হয়।
এছাড়া ২০১৯ সালের নির্বাচনে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা লন্ডনের কিলবার্ন এলাকায় তার জন্য সরাসরি প্রচারণায় অংশ নেন। ফেসবুকে পোস্ট করা বিভিন্ন ছবি এবং বিবরণে এ প্রচারণার তথ্য পাওয়া যায়।
টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের এই ভূমিকা ব্রিটিশ রাজনীতির প্রেক্ষাপটে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন তিনি নিজেকে নিরপেক্ষ লেবার পার্টির সদস্য হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন।
thebgbd.com/NA