ঢাকা | বঙ্গাব্দ

জুলাই প্রোক্লেমেশন ঘোষণা হচ্ছে না আগামীকাল

আগামীকাল ১৫ জানুয়ারি জুলাই প্রোক্লেমেশন ঘোষণা হচ্ছে না।
  • নিজস্ব প্রতিবেদক | ১৪ জানুয়ারি, ২০২৫
জুলাই প্রোক্লেমেশন ঘোষণা হচ্ছে না আগামীকাল ছবি : সংগৃহীত।

আগামীকাল ১৫ জানুয়ারি জুলাই প্রোক্লেমেশন ঘোষণা হচ্ছে না। আগামী বৃহস্প‌তিবার সর্বদলীয় বৈঠ‌কে সিদ্ধান্ত হ‌বে কী কী থাক‌বে ঘোষণাপ‌ত্রে, এরপর সেদিনই জানানো হবে প্রোক্লেমেশন ঘোষণা করা হ‌বে কবে।


আজ মঙ্গলবার সন্ধ‌্যায় ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে এক সংবাদ স‌ম্মেল‌নে এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।


তিনি এও জানান, এই বৈঠ‌কে আমন্ত্রণ জানা‌নো হ‌বে না জাতীয় পা‌র্টিকে।


মাহফুজ ব‌লেন, জুলাই ঘোষণাপ‌ত্রের ব‌্যাপারে রাজ‌নৈ‌তিক দলগুলোর সা‌থে আ‌লোচনা হ‌য়ে‌ছে। খসড়া তৈ‌রি করা হ‌য়ে‌ছে। খসড়ার ধারাগু‌লো‌তে মোটা‌মুটি সবাই একমত। ত‌বে কিছু কিছু ধারা নি‌য়ে রাজ‌নৈ‌তিক দলগু‌লোরে আপ‌ত্তি আ‌ছে।


তিনি জানান, আগামী নির্বাচ‌নে যারা বিজয়ী হ‌বে তারা ঘোষণাপত্রকে ধারণ কর‌বেন।


thebgbd.com/NA