নড়াইলে বেপরোয় গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রান গেল কলেজ ছাত্রের। শনিবার (১১ মে) সকালে নড়াইল-ফুলতলা সড়কে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলেই মৃত্য হয় মামুন সমাদ্দার নামে ঐ কলেজ ছাত্রের।
এ সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় দুই পথচারী। তাদের মধ্যে গুরুত্বর একজনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, সকালের নির্জন সড়কে নড়াইল থেকে ফুলতলা অভিমুখে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল মামুন।
পথিমধ্যে কাড়ারবিলের মাঝ বরাবর উঁচু ব্রিজ অতিক্রমের সময় তিনি নিয়ন্ত্রন হারিয়ে নড়াইল গামী দুই বাইসাইকেল আরোহী মাটি কাটা শ্রমিককে ক্ষিপ্রগতিতে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে।
এতে প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেল।
এঅবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্য নিশ্চিত করেন।
এদিক মামুনের মোটরসাইকেলে ধাক্কায় আহত দুই শ্রমিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেয়া হয়। এদের মধ্যে পৌরসভার উজিরপুর এলাকার কাজেম নামে একজনের বামপা ও ডান হাত ভেঙ্গে যায়, তাকে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।