২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর মোট পরীক্ষার্থীর ৪৫ দশমিক ৬২ শতাংশ অর্থাৎ ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে এ ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণদের মধ্যে ৫ হাজার ৩৭২ জন ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
ফলাফল জানার পদ্ধতি: পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানানো হবে। পরীক্ষার সময় দেওয়া ফোন নম্বরে এই বার্তা পাঠানো হবে।
গত শুক্রবার সকাল ১০টায় এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন শিক্ষার্থী এতে অংশ নেন। মোট আসন সংখ্যা কোটাসহ ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৫ জন পরীক্ষার্থী।
এ বছর পরীক্ষার উত্তীর্ণের হার এবং প্রতিযোগিতার মাত্রা শিক্ষার্থীদের প্রস্তুতির মান ও তাদের কঠোর পরিশ্রমের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
thebgbd.com/NA