ঢাকা | বঙ্গাব্দ

দেশে বর্তমান অবৈধ বিদেশির সংখ্যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২৫
দেশে বর্তমান অবৈধ বিদেশির সংখ্যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত।

বাংলাদেশে আগে অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯,২২৬ জন, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৩৩,৬৪৮ জনে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ৩১ জানুয়ারির পর আর কেউ দেশে অবৈধভাবে থাকতে পারবে না।  


আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।  


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ বিদেশিদের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল। সময় শেষ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, যারা এদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে।  


তিনি আরও জানান, ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


thebgbd.com/NA