মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য কোনো চুক্তি না করে ‘রাশিয়াকে ধ্বংস’ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তার (পুতিনের) একটি চুক্তি করা উচিত। আমার মনে হয়, তিনি চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন এবং সম্ভবত রাশিয়া বড় সমস্যায় পড়তে চলেছে।’ ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
পুতিনের উদ্দেশ্যে বলা ট্রাম্পের এই সমালোচনামূলক মন্তব্যগুলো কিছুটা অস্বাভাবিক, কারণ অতীতে তিনি বারবারই পুতিনের প্রশংসাই করেছেন। ট্রাম্প আরও বলেন, তিনি পুতিনের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন ‘তার সঙ্গে দারুণভাবে মিশেছি, আশা করব তিনি একটি চুক্তি করতে চাইবেন।’
ট্রাম্প বলেন, ‘পুতিন তেমন ভালো কিছু করছেন না বা করতে পারছেন না যাতে তিনি রোমাঞ্চিত হতে পারেন। বলতে চাইছি, তিনি সবকিছু গুলিয়ে ফেলেছেন, অথচ বেশিরভাগ মানুষ ভেবেছিলেন যে যুদ্ধ প্রায় এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে।’ তিনি বলেন, এতে রাশিয়ার অর্থনীতি মুদ্রাস্ফীতিসহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ট্রাম্প আরও বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরু হওয়ার পরপরই এর অবসান ঘটাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার মাধ্যমে একটি শান্তি চুক্তি করতে চেয়েছিলেন। ট্রাম্প অতীতে বারবার ইউক্রেনীয় নেতার সমালোচনা করেছেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন। তার সহযোগীরা কিয়েভকে ছাড় দিতে বাধ্য করার জন্য মার্কিন সাহায্যের সদ্ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
সূত্র: এএফপি
এসজেড