ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় কানাডা অংশ নিতে চায়

  • অনলাইন ডেস্ক | ০৭ ফেব্রুয়ারি, ২০২৫
মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় কানাডা অংশ নিতে চায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

কানাডার প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম -এর গঠন প্রক্রিয়ায় যোগ দিতে প্রস্তুত আছে কানাডা, খবর এএফপি’র। 


ওয়াশিংটন সফরের শেষে বৃহস্পতিবার বিল ব্লেয়ার সাংবাদিকদের বলেন, উত্তর আমেরিকার যৌথ নিরাপত্তায় ন্যাটের সদস্য হিসাবে এবং দ্বিজাতীয় উত্তর আমেরিকা মহাকাশ প্রতিরক্ষা কমান্ড চুক্তির অধীনে কানাডা এক উল্লেখযোগ্য অংশীদার। কানাডার প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, সমগ্র উত্তর আমেরিকার জন্য একটি সমম্বিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা সকলেই অনুভব করে।  


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম গড়ে তোলার ব্যাপারে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। সেইরকম আয়রন ডোম যা ইসরায়েল ব্যবহার করে। কানাডা-আমেরিকার সম্পর্কের জটিলতার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ারের এই মতামত।


সূত্র: এএফপি


এসজেড