ঢাকা | বঙ্গাব্দ

লড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে: নাহিদ ইসলাম

  • নিজস্ব প্রতিবেদক | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
লড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে: নাহিদ ইসলাম সংগৃহীত

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই পদত্যাগপত্র নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন নাহিদ। 


তিনি পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদ, যোদ্ধা ও আপামর জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আগস্টে সরকারে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন কেবল সরকারের ভেতরে থেকে পূরণ করা সম্ভব নয়। তাই আজ আমি সরকার থেকে বিদায় নিচ্ছি— একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে।’ 


নাহিদ লেখেন, ‘লড়াই শেষ হয়নি, এটি শুধু নতুন রূপে শুরু হচ্ছে।’


thebgbd.com/NIT