ঢাকা | বঙ্গাব্দ

রোজা ও ইফতারের দোয়া

  • নিজস্ব প্রতিবেদক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
রোজা ও ইফতারের দোয়া ফাইল ছবি

রোজার নিয়ত (সেহরির পর বা রোজা রাখার সময় পড়ার দোয়া):


نَوَيْتُ أَنْ أَصُوْمَ غَدًا لِلَّهِ تَعَالَى مِنْ صَوْمِ رَمَضَانَ


উচ্চারণ:

নাওয়াইতু আন আসূমা গাদান লিল্লা-হি তা’আলা মিন সাওমি রামাদান।


অর্থ:

আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি।


ইফতারের দোয়া (রোজা ভাঙার সময় পড়ার দোয়া):


اللهم إني لك صمت، وبك آمنت، وعليك توكلت، وعلى رزقك أفطرت


উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নি লাকা সুমতু, ওয়া বিকা আমানতু, ওয়া আলাইকা তাওাক্কালতু, ওয়া আলা রিযক্বিকা আফতারতু।


অর্থ:

হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি, তোমার ওপর ঈমান এনেছি, তোমার ওপর ভরসা করেছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।


thebgbd.com/NIT