ঢাকা | বঙ্গাব্দ

সালমান খান হত্যাচেষ্টায় গ্যাংয়ের আরেক সদস্য গ্রেফতার

সম্প্রতি বলিউড ভাইজান সালমান খানের বাড়ির সামনে চার রাউন্ড গুলি ছোড়ে দুই বন্দুকধারী।
  • | ১৪ মে, ২০২৪
সালমান খান হত্যাচেষ্টায় গ্যাংয়ের আরেক সদস্য গ্রেফতার সংগৃহীত

সম্প্রতি বলিউড ভাইজান সালমান খানের বাড়ির সামনে চার রাউন্ড গুলি ছোড়ে দুই বন্দুকধারী। গ্রেফতার করা হয়েছিল তাদের। তারমধ্যে একজন দুর্বৃত্ত পুলিশ হেফাজতে ‘আত্মহত্যা’ করেছেন। জানা গেছে, আরেক দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।


অভিযুক্ত, হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা হরপাল সিং (৩৪)। সোমবার সন্ধ্যায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি দল তার নিজ শহর থেকে গ্রেপ্তার করেছে, একজন কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি।


পুলিশ জানিয়েছে, হরপাল সিংকে মঙ্গলবার ভোরে মুম্বাইতে আনা হয়েছিল এবং তাকে আদালতে হাজির করা হবে বলেও তিনি জানান।


গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খানের বাসভবনের বাইরে দুই মোটরসাইকেল চালক গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


এই মাসের শুরুতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হওয়া আরেক বিষ্ণোই গ্যাং সদস্য অভিযুক্ত মহম্মদ রফিক চৌধুরীকে জিজ্ঞাসাবাদের সময় সিং-এর নাম উঠে আসে, কর্মকর্তা বলেছেন।


হরপাল সিং রফিক চৌধুরীকে সালমান খানের বাসভবনের আশেপাশে তল্লাশি চালাতে বলেছিল। এবং তাকে ২ থেকে ৩ লাখ রুপিও দিয়েছিল, পুলিশ জানিয়েছে।


লরেন্স বিষ্ণোই, বর্তমানে গুজরাটের আহমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দী, এবং তার ছোট ভাই আনমোল বিষ্ণোই, যিনি মার্কিন বা কানাডায় আছেন বলে ধারণা করা হয়, গুলি চালানোর মামলায় নাম রয়েছে তার।


প্রসঙ্গত, ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নির্দেশে ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের সালমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্ট’ লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতকারীরা। এ ঘটনার পর দ্রুত মাঠে নামে মুম্বাই পুলিশ। ১৬ এপ্রিল দুই বন্দুকধারীকে গ্রেফতার করা হয়। যাদের একজন ছিলেন আত্মহত্যাকারী অনুজ থাপান।

 

সূত্র: এনডিটিভি