ঢাকা | বঙ্গাব্দ

ইরানে ‘কূটনৈতিক তৎপরতা’ অব্যাহত রাখতে রুশ আহ্বান

ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ উল্লেখ করে এর নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
  • অনলাইন ডেস্ক | ১৪ মার্চ, ২০২৫
ইরানে ‘কূটনৈতিক তৎপরতা’ অব্যাহত রাখতে রুশ আহ্বান ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়াও।

চীনের পর এবার রাশিয়া বন্ধু রাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ‘কূটনৈতিক তৎপরতা’ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে। পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে রাশিয়া, ইরান ও চীনের কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে, এরই মধ্যে শুক্রবার ক্রেমলিন এ আহ্বান জানায়। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ উল্লেখ করে এর নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই সমস্যা সমাধানের জন্য আরো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন।’


সূত্র: এএফপি


এসজেড