ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্জীদা খাতুন আর নেই। আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর পুত্রবধূ ও ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা এ তথ্য নিশ্চিত করেছেন।
সন্জীদা খাতুন ১৯৩৩ সালের ৪ এপ্রিল জন্মগ্রহণ করেন। বাবা জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন এবং মা সাজেদা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষকতা দিয়েই তাঁর কর্মজীবন শুরু হয় এবং দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।
সন্জীদা খাতুনের প্রথম গানের গুরু ছিলেন সোহরাব হোসেন, তাঁর কাছে তিনি নজরুলসংগীত, আধুনিক বাংলা গান ও পল্লিগীতি শিখেছিলেন। রবীন্দ্রসংগীত শিখেছেন হুসনে বানু খানমের কাছে, পরে শৈলজারঞ্জন মজুমদার, আবদুল আহাদ, কণিকা বন্দ্যোপাধ্যায় ও নীলিমা সেনের কাছেও তালিম নিয়েছেন।
তাঁর জীবন ও কর্ম বাঙালির সংস্কৃতি ও চেতনায় অসামান্য অবদান রেখেছে। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বাংলা নববর্ষ উদযাপনসহ নানা সাংস্কৃতিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
thebgbd.com/NA