ঢাকা | বঙ্গাব্দ

শিন বেতের নতুন প্রধান

নেতানিয়াহু সাবেক নৌ কমান্ডার অ্যাডমিরাল রিজার্ভিস্ট এলি শারভিতকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
  • অনলাইন ডেস্ক | ০৩ এপ্রিল, ২০২৫
শিন বেতের নতুন প্রধান এলি শারভিত

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের পরবর্তী প্রধান হিসেবে সাবেক নৌ কমান্ডার এলি শারভিতকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানায়। যদিও সুপ্রিম কোর্ট পদস্থ ব্যক্তিকে বরখাস্ত করার জন্য সরকারের প্রচেষ্টা স্থগিত করেছে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।


নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাতজন যোগ্য প্রার্থীর সঙ্গে সাক্ষাৎকারের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাবেক নৌ কমান্ডার অ্যাডমিরাল রিজার্ভিস্ট এলি শারভিতকে শিন বেতের পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড