বলিউড ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন । সিনেমা থেকে ব্যক্তি জীবনে বেশ আলোচিত এই অভিনেত্রী। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কড়া সমর্থক কঙ্গনা রানাওয়াত । তিনি হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের প্রার্থী।
মনোনয়নপত্র জমা দেয়ার পরপরই সম্পদের পরিমাণ নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ভারতীয় গণমাধ্যম এবিপি’র তথ্যমতে, একটা-দুটো নয় কঙ্গনা রানাওয়াতের রয়েছে বিলাসবহুল গাড়ি, বাড়ি, সোনা-রূপা ও নগদ অর্থের পাশাপাশি ৫০টি এলআইসি পলিসি। এই এলআইসি পলিসির পরিমাণ পাঁচ থেকে ১০ লাখ টাকার মধ্যে।
নির্বাচন কমিশনে দেয়া হলফনামা অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত ৯০.৬৬ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক। তার ২৮.৭৩ কোটি টাকার স্থাবর ও ৬২.৯২ কোটি টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়াও অভিনেত্রীর ১৭.৩৮ কোটি টাকা ঋণ রয়েছে। তার ৪ জুন, ২০০৮-এ ৫০টি এলআইসি পলিসি কিনেছিলেন। কঙ্কনা শেয়ার বাজারেও বিনিয়োগ করেন।
এর বাইরে পাঁচ কোটি টাকা মূল্যের ৬ কেজি ৭০০ গ্রাম সোনার গয়না, ৫০ কেজি রুপো, প্রায় তিন কোটি টাকা মূল্যের হীরার গয়না রয়েছে তার। মুম্বাইয়ের বান্দ্রায় ২৩.৯৮ কোটি টাকার একটি ফ্ল্যাট রয়েছে কঙ্গনার। তার মানালির বাড়ির দাম ৪.৯৭ কোটি টাকা। কঙ্গনার কাছে তিনটি মার্সিডিজ মেবাখ গাড়ি রয়েছে।
কঙ্গনা রানাওয়াত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। পাঁচবার ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ সেলিব্রিটির তালিকায় জায়গা পেয়েছেন এই অভিনেত্রী।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তাকে ‘বলিউড কুইন’ বলা হয়।
রাজনীতির জন্য প্রভাব পড়ছে কঙ্গনার অভিনয় জীবনে। তাই পিছিয়ে গেল তার ‘ইমার্জেন্সি’ সিনেমার মুক্তির দিন। অভিনয়ের থেকেও নাকি দেশকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি। আর তাই দেশের জন্য কাজ করতে এখন রাজনীতির মাঠেই তার মন পড়ে রয়েছে।