ঢাকা | বঙ্গাব্দ

এবার কোপায় বড় চমক নিয়ে আসছে আয়োজকরা

দরজায় কড়া নাড়ছে ফুটবলে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা।
  • | ১৬ মে, ২০২৪
এবার কোপায় বড় চমক নিয়ে আসছে আয়োজকরা ফাইল ছবি

দরজায় কড়া নাড়ছে ফুটবলে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও এবার উত্তর আমেরিকা অর্থাৎ কনকাকাফ অঞ্চল থেকেও অংশ নেবে বেশ কয়েকটি দল। টুর্নামেন্ট আয়োজিতও হবে দক্ষিণ আমেরিকার বাইরে, মার্কিন যুক্তরাষ্ট্রে। 


শতবর্ষীয় টুর্নামেন্টটির এবারের আসরে বিভিন্ন ভাবে চমক দেখাচ্ছে আয়োজক দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন - কনমেবল। যার মধ্যে অন্যতম থিম সং। কোপার এবারের আসরের থিম সং গাইতে যাচ্ছেন কলম্বিয়ার জনপ্রিয় সংগীত শিল্পী শাকিরা। ২০১০ সালের বিশ্বকাপের পর আবারও কোন ফুটবল টুর্নামেন্টের থিম সং গাইতে যাচ্ছেন শাকিরা। 


এরই মধ্যে গানও নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি আমেরিকান র‍্যাপার কার্ডি বি’র সঙ্গে একটি গান গেয়েছেন শাকিরা। ‘পুন্টেরিয়া’ নামের গানটি কোপা আমেরিকার থিম সং হিসেবে বিবেচিত হবে। মার্চ মাসে এই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিরা।


সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিরা নিজেই জানান কোপা আমেরিকার থিম সং হিসেবে ‘পুন্টেরিয়া’ নামক গানটি বেছে নেয়া হয়েছে। ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ এর অ্যালবাম থেকে এই গানটি বেছে নেয়া হয়েছে।


আগামী এক মাস এই গানটি সকলের মুখে মুখে শোনা যাবে। আগামী ২০ জুন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে কোপা আমেরিকার। যা চলবে ১৪ জুলাই পর্যন্ত। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।