দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন। তার প্রথম হিন্দি ছবি ‘এক দিন’—এ ছবিতে তিনি জুটি বাঁধছেন বলিউড তারকা আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে। ছবিটি প্রযোজনা করছেন আমির খান নিজেই, সঙ্গে আছেন তার ভাই মনসুর খান।
পরিচালনা করছেন সুনীল পাণ্ডে, আর মুক্তির দিন ঘোষণা করা হয়েছে ৭ নভেম্বর ২০২৫। চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ সামাজিক মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।
এই ছবির মাধ্যমে আমির ও মনসুর খান দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। তারা সর্বশেষ প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের জনপ্রিয় ছবি ‘জানে তু ইয়া জানে না’।
এদিকে জুনায়েদ খান ২০২৪ সালে ‘মহারাজ’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক করেন। এরপর তাকে দেখা গেছে ‘লাভেয়াপা’ ছবিতে। যদিও এখনো বক্স অফিসে বড় কোনো সাফল্য মেলেনি আমিরপুত্রের ঝুলিতে।
বলিউডে সাই পল্লবীর এ অভিষেক ঘিরে ইতোমধ্যেই ভক্ত-দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার পালা, দক্ষিণের এই তারকা ও বলিউডের নতুন মুখের এই জুটি দর্শকদের কেমনভাবে মাতিয়ে তোলে।
thebgbd.com/NIT