ঢাকা | বঙ্গাব্দ

ডোমিনিকান উপকূলে নৌকাডুবে নিহত ৪

নৌকাটি প্রায় ৪০ জন অভিবাসীকে নিয়ে যুক্তরাষ্ট্রের অধীনস্থ পুয়ের্তো রিকো যাওয়ার পথে উপকূলের কাছাকাছি ডুবে যায়।
  • অনলাইন ডেস্ক | ১২ জুলাই, ২০২৫
ডোমিনিকান উপকূলে নৌকাডুবে নিহত ৪ ভাসমান অভিবাসী।

ক্যারিবিয়ান অঞ্চলে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চার অভিবাসী নিহত এবং কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে। সান্টো ডোমিঙ্গো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ডোমিনিকান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, নৌকাটি প্রায় ৪০ জন অভিবাসীকে নিয়ে যুক্তরাষ্ট্রের অধীনস্থ পুয়ের্তো রিকো অভিমুখে যাচ্ছিল। উপকূলের কাছাকাছি গিয়ে সেটি ডুবে যায়। এ পর্যন্ত ১৭ জন জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ১৭ জনের মধ্যে ১০ জন ডোমিনিকান এবং ৭ জন হাইতির নাগরিক। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।


কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনার শিকার অভিবাসী নৌকাটি স্থানীয়ভাবে ‘ইয়োলা’ নামে পরিচিত। সাধারণত কাঠ বা ফাইবারগ্লাস দিয়ে তৈরি নৌকাগুলো কোনো নিরাপত্তা বিধি মেনে চলে না। ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোতে একবার যেতে অভিবাসীদের সর্বোচ্চ ৭ হাজার ডলার খরচ করতে হয়। এ কারণে গত এক দশকে ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে পুয়ের্তো রিকোয় অবৈধভাবে অভিবাসন বেড়েই চলেছে।


সূত্র: এএফপি 


এসজেড