গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে খোলা চিঠি দিয়েছেন দেশটির ৬০ জন সংসদ সদস্য (এমপি)।
বৃহস্পতিবার পাঠানো এ চিঠিতে তারা গাজার ফিলিস্তিনিদের রাফাহতে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনার তীব্র নিন্দা জানান এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
চিঠিতে ব্রিটিশ এমপিরা বলেন, “ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গাজাবাসীদের রাফাহ শহরের ধ্বংসস্তূপে নির্মিত একটি শিবিরে জোরপূর্বক পাঠাতে চান, যা মানবতার বিরুদ্ধে অপরাধের স্পষ্ট রূপরেখা।”
তারা এটিকে “গাজায় জাতিগত নিধনের স্পষ্ট রূপ” আখ্যা দিয়ে বলেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকার ও আইনকে চরমভাবে লঙ্ঘন করে।
চিঠিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করেন এমপিরা: ইসরায়েলের রাফাহ পরিকল্পনা প্রতিহত করা, যা মানবাধিকার লঙ্ঘনের প্রতীক। ফিলিস্তিন রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া, যাতে মধ্যপ্রাচ্যে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তির পথ উন্মুক্ত হয়। আন্তর্জাতিক চাপ সৃষ্টি, কূটনৈতিক ও অর্থনৈতিক উপায়ে ইসরায়েলকে বাধ্য করা মানবাধিকার মানতে।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
thebgbd.com/NIT