রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, ঘটনার সুষ্ঠু ও ভালো রকমের তদন্ত করা হবে। এছাড়া আহতদের সুচিকিৎসার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উত্তরার দিয়াবাড়িতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা শোকাহত যে অনেক তরুণ প্রাণ ঝরে গেছে। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। আহতরা যেন দ্রুত সুস্থ হন, তার জন্য আমরা প্রার্থনা করছি।”
সি আর আবরার জানান, কিছু ভুল তথ্য ও পুরোনো কিংবা এআই জেনারেটেড ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা অত্যন্ত অন্যায় এবং অসম্মানজনক। তিনি জনগণের প্রতি আবেদন জানান, এমন ভুল তথ্য থেকে বিরত থাকুন যাতে ক্ষতিগ্রস্ত পরিবার ও জাতির সম্মান রক্ষা পায়।
হতাহতদের ক্ষতিপূরণ ও তদন্ত কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, “এই সব বিষয় আগামী দিনে নিরপেক্ষ ও ঠাণ্ডা মাথায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার দুর্ঘটনার গভীর প্রভাব ও ক্ষয়ক্ষতির প্রতি দুঃখ প্রকাশ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
thebgbd.com/NA