ঢাকা | বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ আগস্ট, ২০২৫
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত ছবি : সংগৃহীত।

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় এই জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।


রোববার (৩ আগস্ট) তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রুবেল রানার সই করা এক বিবরণীতে এ কথা বলা হয়।


তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।


গতকাল শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণায় বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।


আজ রোববার (৩ আগস্ট) একই পেজে ৩৬ জুলাইকে কেন্দ্র করে সকল দেশবাসীর প্রতি ঔদাত্ত আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে...


ছত্রিশ জুলাই- গত বছর এই দিনে পৃথিবী দেখেছিলো এক অভাবনীয় গণ-অভ্যুত্থান। যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলো ফ‍্যাসিস্ট। বহু শহীদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিলো। পথে পথে ছিলো উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগাপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন।


এক বছর পর আবার ফিরে এসেছে ছত্রিশ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত “জুলাই ঘোষণাপত্র”।


এই উপলক্ষে সারাদিন ব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া এভিনিউ জুড়ে। আসুন আমরা সবাই পরিবার পরিজন নিয়ে যোগ দেই “ছত্রিশ জুলাই” উদযাপনে। আমাদের ইতিহাস, আমাদের গৌরব।


thebgbd.com/NA