ঢাকা | বঙ্গাব্দ

প্রত্যক্ষদর্শীর বয়ানে ট্রাম্পের হামলা

কানের পাশ দিয়ে গুলি যাওয়ার কারণে ট্রাম্পের রক্তাক্ত মুখের ছবি প্রচার মাধ্যমে এসেছে। হামলার সময় ঠিক কী ঘটেছে তা উঠে এসেছে তিন প্রত্যক্ষদর্শীদের বয়ানে।
  • | ১৪ জুলাই, ২০২৪
প্রত্যক্ষদর্শীর বয়ানে ট্রাম্পের হামলা গুলিবিদ্ধ ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র চার মাস বাকি। ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সব প্রার্থী ব্যস্ত সময় পার করছেন। প্রচারণার অংশ হিসেবে স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় যান রিপাবলিকানের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেখানে যখন মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছিলেন তখন হঠাৎ তাকে লক্ষ্য করে চালানো হয় গুলি। এতে কানে গুলিবিদ্ধ হয়ে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। হামলায় এক দর্শক নিহত হন। ট্রাম্পের নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হন আততায়ীও। কানের পাশ দিয়ে গুলি যাওয়ার কারণে ট্রাম্পের রক্তাক্ত মুখের ছবি প্রচার মাধ্যমে এসেছে। হামলার সময় ঠিক কী ঘটেছে তা উঠে এসেছে তিন প্রত্যক্ষদর্শীদের বয়ানে।

বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী জানান, ট্রাম্প যেখানে সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন তার পাশে একতলা ভবনের ছাদ থেকে কেউ একজন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গ্রেইগ নামে একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, তিনি সমাবেশে বাইরে ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট কী বলছিলেন সেটিই কেবল শুনতে পাচ্ছিলেন। তখন ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে।

‘আমরা লক্ষ্য করি যে আমাদের পাশের ভবনের ছাদে একজন অগ্রসর হচ্ছে, ৫০ ফুট দূরে ছিল আমাদের। তার কাছে একটা রাইফেল ছিল। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে একটা রাইফেল ছিল। ভাবছিলাম ট্রাম্প কেন এখনো বক্তব্য দিয়েই যাচ্ছেন। তাকে কেন স্টেজ থেকে নামানো হচ্ছে না। তার দিকে দৃষ্টি দিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম। এরপর পাঁচটি গুলির শব্দ’।-বলেন গ্রেইগ।

জেন এবং থেরেসা নামে আরও দুজন প্রত্যক্ষদর্শী বাটলার কাউন্টির ওই সমাবেশে উপস্থিত ছিলেন। বিবিসি নিউজকে তারা ছয় থেকে আটটি গুলির শব্দ শোনার কথা জানান। থেরেসা বলেন, ‘ঠাস করে একটা শব্দ শুনলাম, একটি বিলম্বে আবার দুটি শব্দ হলো। তখনি বুঝতে পারছিলাম যে এটা গুলি... লোকজন দৌড়াদৌড়ি শুরুর ৩০-৪৫ সেকেন্ডের মধ্যে।’

তবে তিনজনই কাউকে আহত হতে দেখেননি। তবে সিক্রেট সার্ভিস সদস্যরা লোকজনকে বাইরে বের করে নিয়ে আসে।

এখন পর্যন্ত আরও যা জানা যাচ্ছে


পেনসিলভানিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য শুরুর পাঁচ মিনিট গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন। তার কানে ও মুখের এক পাশে রক্ত দেখা গেছে। মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে ওঠানোর সময় তাকে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলতে দেখা যায়।

সিক্রেট সার্ভিস মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন প্রেসিডেন্ট নিরাপদ এবং ঘটনাটি সিক্রেট সার্ভিস তদন্ত করছে। ডোনাল্ড ট্রামের প্রচার দল জানিয়েছে যে সাবেক প্রেসিডেন্ট এখন ‘ভালো আছেন’।