নির্বাচনি সমাবেশে হামলার শিকার হওয়ার পর কানে ব্যান্ডেজ নিয়েই জনসমক্ষে এলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৫ জুলাই) কানে ব্যান্ডেজ করা অবস্থায় সম্মেলনে অংশ নেন তিনি। হামলার শিকার হওয়ার পর এই প্রথম জনসমক্ষে এলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১০ টায় রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের ভেন্যু মিলওয়াকিতে পৌঁছান। ভেন্যুতে পৌঁছেই সতীর্থ ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। ট্রাম্পকে দেখে তার সমর্থরা স্লোগান দিতে থাকে, ‘ফাইট! ফাইট! ফাইট!।
জবাবে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ট্রাম্প আবারও সাহস যোগান দলকে। সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে কনভেনশন ২ দিন পেছানোর প্রস্তাব দেওয়া হলেও তাতে সায় দেয়নি ডোনাল্ড ট্রাম্প। হামলার পরদিনই সম্মেলনে যোগ দিতে মিলওয়াকি পৌঁছান তিনি।