ঢাকা | বঙ্গাব্দ

আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার সময় নিয়ে জটিলতা

এখন পর্যন্ত আর্জেন্টিনা-স্পেন ম্যাচের সূচি নির্ধারিত হয়নি, এ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা।
  • | ১১ আগস্ট, ২০২৪
আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার সময় নিয়ে জটিলতা সংগৃহীত

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে হবে পরের লা ফিনালিসিমা মহারণ। মূলত দুই মহাদেশের শিরোপাজয়ী দলের মধ্যে হয় এ লড়াই। তবে এখন পর্যন্ত আর্জেন্টিনা-স্পেন ম্যাচের সূচি নির্ধারিত হয়নি, এ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা।


আর্জেন্টাইন সংবাদকর্মী গাস্তন এদুলের দাবি, এখন পর্যন্ত ফিনালিসিমা কবে আয়োজিত হবে, তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ, ক্রীড়াসূচিতে এখনো উপযুক্ত কোনো তারিখ খুঁজে পাওয়া যায়নি। বিশেষ করে বিশ্বকাপের বাছাইপর্ব এবং উয়েফা নেশনস লিগের ঠাসা সূচি ফিনালিসিমার ম্যাচকে মাঠে গড়াতে শঙ্কার মুখে পড়েছে।


আলোচনায় আছে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার তৃতীয় আসর। ২০২৫ সালের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরেই ফিনালিসিমা আয়োজিত হওয়ার কথা, তবে চূড়ান্ত সূচি এখনই জানা যাচ্ছে না।


উরুগুয়ে এবং ফ্রান্সের মধ্যে ১৯৮৫ সালে প্রথম হয়েছিল ফিনালিসিমা। সেসময় এটি আর্টেমিও ফ্রাঞ্চি কাপ নামে পরিচিত ছিল। প্যারিসের সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল ফ্রান্স। পরে ১৯৯৩ সালে মার দেল প্লাটাতে ডেনমার্ককে হারিয়েছিল আর্জেন্টিনা। লম্বা বিরতির পর ২০২২ সালে ফিরিয়ে আনা হয় ফিনালিসিমা মহারণ।