অবশেষে অবসরের ঘোষণা দিয়ে দিলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়া ৩৭ বছর বয়সী এই তারকা আগামী শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোরে) প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানতে যাচ্ছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে অবসরের সিদ্ধান্তের কথা জানান সুয়ারেজ। তিনি বলেন, ‘হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি।'
তিনি আরও বলেন, 'সৌভাগ্যবশত, আমি আত্মবিশ্বাসী যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর। আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে, আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। ইনজুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না। অথবা দল থেকে বাদ পড়ার কারণে অবসর নিতে হচ্ছে না। শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ দেব।’
২০০৭ সালে উরুগুয়ের হয়ে অভিষেক হয় সুয়ারেজের। এরপর দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে দলের হয়ে ১৪২ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৬৯ টি। যা উরুগুয়ের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড।
ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলেছেন বার্সেলোনা ও লিভারপুলের সাবেক ফরোয়ার্ড। তবে কখনো বিশ্বকাপের ট্রফি জেতা হয়নি। বিশ্বকাপ জিততে না পারলেও উরুগুয়ের হয়ে কোপা আমেরিকা জিতেছেন তিনি। ২০১১ সালের কোপা আমেরিকা জয়ে দলের হয়ে।গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন সুয়ারেজ। ৪ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি।
ফাইনালে প্যারাগুয়েকে ৩-০ ব্যবধানে হারানোর ম্যাচেও করেছেন একটি গোল। জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় বলে জানিয়েছেন তিনি। মায়ামির স্ট্রাইকার বলেছেন,‘কোনো কিছুর বিনিময়ে কোপা আমেরিকার ট্রফি ছাড়তে রাজি নই। আমার ক্যারিয়ারের সেরা অর্জন। তাই কোনো কিছুতেই এটি হারাতে রাজি নই।’
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন সুয়ারেজ। ভ্রাতৃপ্রতিম বন্ধু লিওনেল মেসির সঙ্গে মায়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে বেশ কিছু বিতর্ক জন্ম দিয়েছেন সুয়ারেজ। তার মধ্যে অন্যতম ২০১৪ বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে চার মাস নিষিদ্ধ থাকা।
তারও আগে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ঠেকিয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে ভিলেন হওয়ার পথে ছিলেন সুয়ারেজ। তবে ২০১০ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ম্যাচটি পরে ভিলেন থেকে নায়ক বনে যান তিনি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হওয়ার পর ঘানা ট্রাইব্রেকারে হেরে যায়। তার লাল কার্ড দেখা পরে যেন শাপেবর হয় দলের।