গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং। টানা বৃষ্টিতে ধস নেমে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ধস নেমে এক বৃদ্ধ মারা গেছেন। নিহত বৃদ্ধের নাম রঘুবীর রাই (৭৮)। তিনি দার্জিলিঙের সুখিয়া ব্লকের প্লুঙ্গডুং গ্রাম পঞ্চায়েতের বুজুয়া গ্রামের বাসিন্দা।
সকালে আচমকা ধস নামে বুজুয়া এলাকায়। তখন বাড়িতেই ছিলেন রঘুবীর। ধস নামতেই বাড়ির অন্য সদস্যেরা বাইরে বেরিয়ে এলেও রান্নাঘরে আটকে পড়েন বৃদ্ধ। সেখানে চাপা পড়ে মৃত্যু হয় তার। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সুখিয়াপোখরি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের দেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দার্জিলিঙে ১৭৫.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে ভূমিধস হয়েছে দার্জিলিঙের রক গার্ডেন এলাকায়। রাস্তার একটা বড় অংশ ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে ওই রাস্তায়। বন্ধ করে দেওয়া হয়েছে রক গার্ডেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রক গার্ডেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ।