বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ভারতের তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে বাংলাদেশের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ। তবে আগামী শুক্রবার থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গতকাল গণমাধ্যমকে বলেন, লঘুচাপটি গতকাল সকালে তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশে পড়বে না। এটি সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপে পরিণত হতে পারে। ভারতের তামিলনাড়ুর দিকে চলে যাবে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে বলেন, লঘুচাপটি বাংলাদেশের উপকূল থেকে অনেক দক্ষিণে সরে গেছে। সোমবার দক্ষিণ বঙ্গোপসাগরে যে লঘু চাপের সৃষ্টি হয়েছিল তা গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারত অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু রাজ্যের উপকূলের দিকে অগ্রসর হয়েছে। লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘের সামান্য কিছু অংশ উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর-পূর্ব দিকে ভারতের ত্রিপুরা, আসাম ও মণিপুর রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে মেঘের উপস্থিতি লক্ষ করা গেলেও বাংলাদেশের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। শুক্রবার থেকে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে।
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসেও বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ তৈরি হয়েছিল। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম দেওয়া হয় ‘দানা’। প্রবল ঘূর্ণিঝড় দানার ধাক্কা বাংলাদেশে না লাগলেও ভারতের ওড়িশা উপকূলে আঘাত হানার পর সেটি বেশ ক্ষয়ক্ষতির কারণ হয়। আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে—আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।