ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্য

  • | ১৮ নভেম্বর, ২০২৪
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্য প্রেস সচিব শফিকুল আলম।

এখনও নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার; বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন সংস্কার কমিশন নির্বাচনী রোডম্যাপেরই অংশ।


আজ সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।


শফিকুল আলম বলেন, দ্রুতই সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে সংস্কার কমিশন। আইন শৃংখলা পরিস্থিতি আগের বছরের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে অপরাধ কমার পাশাপাশি কমেছে বিশৃংখলা।


সম্প্রতি তিতুমীর কলেজের ছাত্রদের শান্ত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করা হবে। এক্রিডিটেশন কার্ড বাতিল হওয়া সাংবাদিকদের রিভিউ আবেদন করার সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, যৌক্তিক কারণ না থাকলে বিষয়টি পুনরায় ভেবে দেখবে তথ্য মন্ত্রণালয়।


সংবিধান কমিশনে অন্য কোনো জাতিগোষ্ঠীর প্রতিনিধি কেন নেই সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সংবিধান সংস্কারে কমিশন সদস্যদের বাইরেও সকল জাতিগোষ্ঠী প্রতিনিদিদের সাথে আলোচনা করা হবে।