অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপিতে ক্রিকেট মাঠে নেমেছেন কত রথী-মহারথী। কিন্তু ডন ব্র্যাডম্যানের চেয়ে বড় কেইবা ছিলেন! কেবল অস্ট্রেলিয়া নয়, ক্রিকেট ইতিহাসেরই সর্বকালের সেরা ব্যাটার বিবেচনা করা হয় অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৯৯.৯৪ গড় নিয়ে ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি।
সেই ডন ব্র্যাডম্যানের ১৯৪৭ সালের ব্যাগি গ্রিন ক্যাপ এবার উঠছে নিলামে। ধারণা করা হচ্ছে, এই টুপির দাম ছাড়িয়ে যেতে পারে ২ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশের টাকায় যা ৩ কোটি ১১ লাখ ৭২ হাজার টাকার বেশি। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে হোম সিরিজে এই টুপিতে খেলেছিলেন ডন ব্র্যাডম্যান।
আগামী মঙ্গলবার সিডনিতে হবে নিলাম। ভারতের বিপক্ষে সিরিজ চলার মাঝপথেই ব্যাডম্যানের ভারতের সঙ্গে স্মৃতি বিজড়িত এক টুপি নিলামে উঠছে। ভারত ১৯৪৭-৪৮ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। সেই সফরে ব্র্যাডম্যান পরেছিলেন উলের টুপিটি। স্বাধীন হওয়ার পর সেটিই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর।
ব্র্যাডম্যানের সেই টুপিটি নিলামে নিয়ে এসেছে ‘বোনহ্যামস’ সংস্থা। তাদের ভাষ্য, এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে সেই সিরিজে ব্র্যাডম্যান এই একটিই ব্যাগি গ্রিন ক্যাপ পড়েছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টেস্ট ক্রিকেটের টুপিকে ‘ব্যাগি গ্রিন’ বলা হয়। এটি অত্যন্ত সম্মানের বলে ক্রিকেটবিশ্বে খ্যাতি পেয়েছে অনেক আগেই।
ভারতের বিপক্ষে সেই সিরিজে ব্র্যাডম্যান ৭১৫ রান করেছিলেন ছয় ইনিংসে। গড় ছিল ১৭৮ দশমিক ৭৫। তিনটি শতরান এবং একটি ডাবল হান্ড্রেড করেছিলেন তিনি।
তবে ৩ কোটি ১১ লাখ টাকা হাঁকানোর পরেও এটিই ‘ব্যাগি গ্রিন’-এর মূল্যের তালিকায় বেশি পেছনের দিকে থাকছে। এই দিক থেকে শেন ওয়ার্ন সবার আগে রয়েছেন। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ২০২০ সালের শুরুর দিকে তার টুপি নিলামে উঠেছিল। ওয়ার্নের টেস্ট ক্যাপ ৭ কোটির বেশি টাকায়।
thebgbd.com/NIT