সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। সাদমান-মিরাজের পর জাকেরের ব্যাটিং নৈপুণ্যে জয়ের শক্ত ভিত পেয়েছে টাইগাররা।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) জ্যামাইকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রান চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।
এদিন, জাকের আলী বাদে কেউই খেলতে পারেননি দায়িত্ব নিয়ে। অসুস্থতার কারণে লোয়ার অর্ডারে নামা মুমিনুল হক ফেরেন খালি হাতেই।
তবে অবিচল ছিল জাকেরের ব্যাট। টেস্টের তৃতীয় ফিফটি তুলে নিয়ে তিনি এগোচ্ছিলেন প্রথম সেঞ্চুরির পথে। তবে শেষ ব্যাটার হিসেবে ৯১ রানে কাটা পড়েন জাকের। তাতে বাংলাদেশের রানের চাকাও থামে ২৬৮ রানে।
উইন্ডিজদের হয়ে এই ইনিংসে তিনটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও কেমার রোচ।
thebgbd.com/NIT