ঢাকা | বঙ্গাব্দ

আবারও রাশিয়া-ইউক্রেন বন্দি বিনিময়

আরব আমিরাতের মধ্যস্থতায় আলোচনার প্রক্রিয়া অনুযায়ী, উভয় দেশ তাদের হাতে আটককৃত ১৫০ সেনাকে ফেরত পাঠাবে।
  • অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০২৪
আবারও রাশিয়া-ইউক্রেন বন্দি বিনিময় মুক্ত হওয়া এক সেনা।

আবারও বন্দি বিনিময় করতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বন্দি বিনিময়ে মধ্যস্ততা করছে সংযুক্ত আরব আমিরাত। ক্রেমলিনের বরাতে মস্কো থেকে এ কথা জানিয়েছে এএফপি।  


ক্রেমলিন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চুক্তি অনুযায়ী রাশিয়া তাদের দেশে আটক ১৫০ জন ইউক্রেনীয় সৈন্যকে মুক্তি দিবে। আবার একইভাবে ইউক্রেনে আটক ১৫০ জন রুশ সৈন্যকে মুক্তি দিবে কিয়েভ।


আরব আমিরাতের মধ্যস্থতায় আলোচনার প্রক্রিয়া অনুযায়ী, কিয়েভে আটক রাশিয়ার ১৫০ জন সৈন্যকে ইউক্রেন ফেরত পাঠাবে। একইভাবে রাশিয়াও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে আটক ইউক্রেনের ১৫০ জন সেনা সদস্যকে কিয়েভে ফেরত পাঠাবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধার মধ্যেই এই বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। 


সূত্র: এএফপি


এসজেড