ঢাকা | বঙ্গাব্দ

ভ্যানের চাকায় মাফলার, ওয়াজ শুনে বাড়ি ফেরা হলো না রশিদ গাজীর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে আবদুর রশিদ গাজী (৭২) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ জানুয়ারি, ২০২৫
ভ্যানের চাকায় মাফলার, ওয়াজ শুনে বাড়ি ফেরা হলো না রশিদ গাজীর সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে আবদুর রশিদ গাজী (৭২) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পাতড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবদুর রশিদ গাজী শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চাঁদখালী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী নয়তোন বিবি (৬৫)।


স্ত্রী নয়তোন বিবি জানান, শুক্রবার রাতে যশোরের পুলেরহাটে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে শনিবার সকালে তারা বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বাসে করে বংশীপুর মোড়ে নামার পর ভ্যানে চড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তাঁরা। পথিমধ্যে পাতড়াখোলা মসজিদের সামনে পৌঁছালে আবদুর রশিদ গাজীর গলার মাফলার ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে ফাঁস লেগে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।


স্থানীয় যুবক জান্নাতুল নাঈম জানান, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ছিল। আবদুর রশিদ গাজী এবং তার স্ত্রী নয়তোন বিবি ধীরগতির ভ্যানে বাড়ি ফিরছিলেন। মাফলার পেঁচানোর বিষয়টি তারা আগে থেকে বুঝতে পারেননি।


শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর মোল্লা বলেন, দুর্ঘটনার পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


thebgbd.com/NIT